পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণে নিহত বেড়ে ৪৪

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৪ জন হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ।

গতকাল রবিবার (৩০ জুলাই) প্রদেশের খার বাজাউর জেলার তেহসিল জেলায় জামিয়াত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের স্থানীয় একটি রাজনৈতিক দলের সম্মেলনে এই ঘটনা ঘটে।

বিস্ফোরণে দলটির আমির মাওলানা জিয়াউল্লাহ জান নিহত হয়েছেন। পাশাপাশি স্থানীয় একজন সাংবাদিকও আহত হয়েছেন। 

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনে অনলাইন সংস্করণের খবরে বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার তথ্যমন্ত্রী ফিরোজ শাহ জামাল বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাজাউর ও পার্শ্ববর্তী এলাকার হাসপাতালগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গুরুতর আহতদের আমরা হেলিকপ্টারে করে পেশোয়ারসহ অন্যান্য হাসপাতালে নিয়ে যাচ্ছি।

তথ্যমন্ত্রী ফিরোজ শাহ জামাল আরও বলেন, এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আহতদের চিকিৎসা দেওয়া। 

বিস্ফোরণের পর জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ পাকিস্তানের জিও নিউজকে বলেছেন, আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের একটি বার্তা দিতে চাই যে, এটা জিহাদ নয়, সন্ত্রাসবাদ। এ হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

পুলিশ বলছে, তারা প্রমাণ পেয়েছে যে ভয়াবহ ওই বিস্ফোরণটি একটি সম্ভাব্য আত্মঘাতী হামলা ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আহত লোকজনকে ইতোমধ্যেই হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে পুরো এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিস্ফোরণের কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //