পাকিস্তানে নিহত বেড়ে ৫৪, অভিযুক্তের নাম প্রকাশ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৪ জন হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ।

গতকাল রবিবার (৩০ জুলাই) প্রদেশের খার বাজাউর জেলার তেহসিল জেলায় জামিয়াত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের স্থানীয় একটি রাজনৈতিক দলের সম্মেলনে এই ঘটনা ঘটে।

এদিকে হামলার ঘটনায় জঙ্গি সংগঠন দায়েশ ( আইএসের স্থানীয় নাম) জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে আজ সোমবার (৩১ জুলাই) এমন দাবি করা হয়েছে। খবর জিও নিউজটিভি। 

সমাবেশ শুরুর দুই ঘণ্টা পর বিকেল ৪টা ১০ মিনিটে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। প্রায় ১০-১২ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। দলটির একজন সুনির্দিষ্ট নেতাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। বোমায় ব্যবহৃত বিভিন্ন বস্তু নমুনা হিসেবে নেয়া হয়েছে। 

জেইউআই-এফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকারের গুরুত্বপূর্ণ মিত্র। নভেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন শাহবাজ। গতকালের ওই হামলাকে পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আক্রমণ বলে উল্লেখ করেছেন তিনি। শাহবাজ আরও বলেছেন, দোষী ব্যক্তিদের অবশ্যই সাজার মুখোমুখি করা হবে। গত বছর তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামাবাদের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে পাকিস্তানে জঙ্গি হামলা বেড়েছে। চলতি বছরের শুরুর দিকে পেশোয়ারে একটি মসজিদে বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //