ইতিহাস গড়েছে ভারত। প্রথমবারের জন্য কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পা ফেলেছে। সফলভাবে সফট ল্যান্ডিং হয়েছে চন্দ্রযান ৩-এর। এরই মধ্যে সেই ল্যান্ডিং স্পটের নাম শিবশক্তি রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আর এই নামকরণ নিয়ে রীতিমতো রাজনৈতিক তর্কবিতর্ক শুরু হয়ে গেছে ভরতজুড়ে। এবার চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি উঠল।
সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ এই দাবি তুললেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রবিবার পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এই দাবি করেন।
চক্রপাণি মহারাজ ভিডিও বার্তায় বলেন, সংসদে চাঁদকে হিন্দু সনাতন রাষ্ট্র বলে ঘোষণা করা হোক। চন্দ্রযান ৩-এর অবতরণের স্থান ‘শিবশক্তি পয়েন্ট’কে সেই দেশের রাজধানী রূপে গড়া হোক। যাতে জিহাদি মানসিকতার কোনো সন্ত্রাসী সেখানে পৌঁছাতে না পারে।_এনডিটিভি
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh