গোপন নথি হারানোর স্বীকারোক্তি ইমরানের

পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) দেশতির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধানকে এক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সাইফার বিষয়ক বা রাষ্ট্রীয় গোপনীয় কূটনৈতিক বার্তা হারিয়ে যাওয়া বিষয়ক মামলায় জিজ্ঞাসাবাদের সময়  শনিবার (২৬ আগস্ট) ইমরান খানকে অটক কারাগারে জিজ্ঞাসাবাদ করলে তিনি গোপন নথি হারানোর বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এফআইএ-এর উপপরিচালক আয়াজ খানের নেতৃত্বে ৬ সদস্যের টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি রেকর্ড থেকে গোপনীয় নথি (সাইফার) হারিয়ে যাওয়ার বিষয়ে পাকিস্তানের অফিসিয়াল সিক্রেটস এ্যক্ট অনুযায়ি গোপনীয় তথ্যের অপব্যবহার বিষয়ক একটি মামলায় তাকে এ জিজ্ঞাসাবাদ করা হয়। 

রিপোর্টে বলা হয়, গোপনীয় নথিই(সাইফার) হল সেই কাগজ যা ২০২২ সালের এপ্রিলে ইসলামাবাদের এক সমাবেশে দেখিয়ে ইমরান খান দাবি করেছিলেন যে রাশিয়া প্রশ্নে তার অবস্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যূত করার জন্যে ষড়যন্ত্র করছে। পরবর্তীতে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যূত হন ইমরান খান। 

এর আগে গত ২৫ জুলাই গোপনীয় নথি(সাইফার) তদন্তে গঠিত যৌথ কমিটি ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করেন।

প্রাথমিক পর্যায়ে ইমরান খানের বিরুদ্ধে গোপনীয় নথির তথ্য ফাঁস ও ওই নথি নিজের কাছে রেখে দেয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করে এফআইএ। পরে সাবেক মূখ্য সচিব আজম খান এটা প্রকাশ করেন যে ওই গোপন নথি(সাইফার) ইমরান খানের কাছ থেকেই হারিয়েছে। 

উল্লেখ্য, তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ইসলামাবাদের একটি আদালত ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিযেছেন।

সূত্র: ডন অনলাইন, এনডিটিভি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //