জি-২০ সম্মেলন

দিল্লিতে বন্ধ থাকবে ফুড ডেলিভারি সেবা

জি-২০ শীর্ষ সম্মেলন চলাকালীন সময় নয়াদিল্লির জোমাটো, সুইগি ও অ্যামাজনের মতো জনপ্রিয় অনলাইন পরিষেবা তিন দিন বন্ধ থাকবে। এতে করে দিল্লিবাসীর একাংশের মানুষ সমস্যার সম্মুখীন হবেন বলে মনে করা হচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর দ্ইু দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। ৮ তারিখ থেকে শুরু হওয়া সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের পাশাপাশি নানান দেশের প্রতিনিধিরাএতে অংশ নিবেন। 

এদিকে আমন্ত্রিত বিশ্ব নেতা ও প্রতিনিধিদের আগমন উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ভারতের  রাজধানী দিল্লি। 

নিরাপত্তার জন্য ইতোমধ্যে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিসগুলোও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আর এবার নিষেধাজ্ঞা দেওয়া হলো বড় তিনটি ফুড ডেলিভারি প্রতিষ্ঠানের পরিষেবায়। 

দিল্লি ট্রাফিক পুলিশের বিশেষ কমিশনার এসএস যাদব জানিয়েছেন, নিরাপত্তার কারণে জোমাটো, সুইগির মতো অনলাইন প্রতিষ্ঠানগুলোকে রান্নাঘর ও খাদ্য বিতরণ পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে আমাজন ও ফ্লিপকার্টের মতো ডেলিভারি সংস্থাগুলোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন প্রতিষ্ঠানগুলো খাদ্য ও পণ্য সরবারহ করতে পারবেন না। ১১ সেপ্টেম্বর থেকে পুনরায় এ পরিষেবা চালু হবে। 

সূত্র: এনডিটিভি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //