সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের পরামর্শ, বির্তকের মুখে ইনফোসিসের নারায়ণ মূর্তি

ভারতের নতুন প্রজন্মের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়ে বিতর্কের মুখে পড়েছেন ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি।

নারায়ণ মূর্তি বলেন, ‘দেশের নতুন প্রজন্মের উচিত সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার জন্য প্রস্তুত থাকা। তবেই দেশে কর্মসংস্কৃতির পরিবেশের উন্নতি ঘটবে এবং বিশ্বমঞ্চে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারবে ভারত।’

ইনফোসিসের সাবেক সিএফও মোহনদাস পাইয়ের সঙ্গে এক পডকাস্টে অংশ নিয়ে নারায়ণ মূর্তি এসব কথা বলেন।

নারায়ণ মূর্তি বলেন, ‘ভারতের উৎপাদনশীলতা অনেকটাই কম। উৎপাদনশীলতার নিরিখে বিশ্বে ভারত র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে পড়ছে। চীন, জাপান, জার্মানির সঙ্গে ভারতের এ ব্যবধান তৈরি হয়েছে একমাত্র কর্মসংস্কৃতির কারণে।’

সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করা মানে দিনে গড়ে (৬ দিন কাজ) সাড়ে ১১ ঘণ্টা কাজ করতে হবে নতুন প্রজন্মকে। তবে দিনে এত কাজ করে ব্যক্তিগত জীবযাপনের কীভাবে ভারসাম্য রাখা যাবে, সেই প্রশ্ন তুলছেন অনেকে।

তবে, জীবনযাপনের ভারসাম্যের বিতর্কে যেতে চাননি নারায়ণ মূর্তি। তিনি বলেন, ‘কাজের ক্ষেত্রে আরও শৃঙ্খলা আনতে হবে এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। একা সরকার কী করবে? দেশের মানুষের যা সংস্কৃতি, সেটাই সরকারের সংস্কৃতি। তাই আমাদের কাজের সংস্কৃতিতে বদল ঘটাতে হবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //