২৫ রুপি কেজিতে বিক্রি হবে ‘ভারত রাইস’

২৫ রুপি কেজিতে চাল বিক্রির ঘোষণা দিয়ে এবার ভারতে ‘ভারত রাইস’ নামে এক জাতের চাল বাজারজাতকরণের  সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ইতোমধ্যে দেশটির বাজারে বাজারে আনাজ-সহ খাদ্যপণ্যের চড়া দামে অস্থির হয়ে পড়ছেন ক্রেতারা। এর মধ্যেই মধ্যবিত্তের জন্য এমন সুখবর দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। 

জানা গেছে নতুন বছরেই সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে এই চাল। আটা, ডালের পর এবার সরকারি চালও আসতে চলেছে বাজারে।

এর আগে আটার চড়া দাম কমাতে ‘ভারত আটা’ এসেছিল বাজারে। তেমনই কম দামে বিক্রি হচ্ছে ‘ভারত ডাল’। পেঁয়াজ ও টমেটোর দামও কমেছে এর মধ্যে। বাজারচলতি মূল্যের চেয়ে চালের দামও কম হতে চলেছে। লোকসভা নির্বাচনের আগে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ করতে চায় সরকার। ‘ভারত রাইস’ সেই পরিকল্পনারই অঙ্গ বলে মনে করছেন অনেকে।

সূত্রের খবর, সরকারি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই চাল পৌঁছে দেওয়া হবে। তার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া (নাফেড), ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমার ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনসিসিএফ), কেন্দ্রীয় ভান্ডারের দোকান এবং মোবাইল ভ্যানের মাধ্যমে চাল বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্প্রতি সারা দেশের খুচরো বাজারে চালের দাম বেড়েছে। গড়ে ৪৩.৩ রুপি কিলো দরে বিক্রি হচ্ছে চাল। গত বছরের তুলনায় যা ১৪.১ শতাংশ বেশি। কেন্দ্রের তরফে, খুচরো বাজারে চালের দাম নিয়ন্ত্রণ করতে সরকার বাসমতি চালের রপ্তানি নিষিদ্ধ করে। বর্তমানে কেন্দ্রীয় সরকার কম দামে আটা ও ছোলার ডাল বিক্রি করছে। সরকারি সংস্থাগুলির আউটলেটে ভারত আটা প্রতি কেজি ২৭.৫০ রুপি এবং ভারত ডাল প্রতি কেজি ৬০ রুপি দরে বিক্রি হচ্ছে। ভারত চালও একইভাবে বিক্রি হবে বলে সূত্রের খবর।

সূত্র: দি ওয়াল

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //