পাকিস্তানে পোলিও টিকাদান কর্মসূচিতে বোমা বিস্ফোরণ, পাঁচ পুলিশ নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পোলিও টিকাদান কর্মসূচিতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচিতে এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও প্রায় ২৭ জন।

বাজাউর জেলা পুলিশের কর্মকর্তা (ডিপিও) কাশিফ জুলফিকার দেশটির সংবাদমাধ্যম ডনকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানকার সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা আনওয়ারুল হক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘পোলিও কর্মসূচির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ২৫ সদস্যকে একটি ট্রাকে করে বাজাউরে নিয়ে যাওয়ার সময় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।’’

খার জেলার সদর হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডা. ওয়াজির খান সাফি বলেছেন, আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত অন্য ১০ জনকে পেশোয়ারের একটি চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

মালাকান্দ বিভাগের কমিশনার সাকিব রাজা বলেন, বিস্ফোরণের কারণে ওই এলাকায় পোলিও টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়েছে। দেশটির জরুরি উদ্ধারকারী সংস্থা ১১২২ বলছে, মোহমান্দ এবং লোয়ার দির জেলার উদ্ধারকারী দলগুলোকেও সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান খাইবার পাখতুনখাওয়ায় টিকাদান কর্মসূচিতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

পাকিস্তানে ইসলামপন্থী জঙ্গিরা প্রায়ই পোলিও টিকাদান কর্মসূচিকে লক্ষ্যবস্তু বানায়। পোলিও টিকাদানের প্রচেষ্টা তাদের ওপর গুপ্তচরবৃত্তি এবং মুসলমানদের বন্ধ্যাত্ব করার পশ্চিমা ষড়যন্ত্র বলে মনে করে তারা।

জঙ্গি সংগঠন টিটিপি বছরের পর বছর ধরে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। দেশটির সরকারকে উৎখাত এবং ইসলামিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা লড়াই করছে। গত বছর সরকারের সঙ্গে স্বাক্ষরিত এক যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে জঙ্গিরা হামলার সংখ্যা বৃদ্ধি করেছে।_ডন

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //