পাকিস্তানে পৃথক বন্দুকযুদ্ধে ৭ সেনা ও ২৩ জঙ্গি নিহত

পাকিস্তানের আফগানিস্তান সীমান্তে হওয়া পৃথক বন্দুকযুদ্ধে ৭ সেনা ও ২৩ জঙ্গি নিহত হয়েছে। আজ সোমবার (২৭ মে) পাকিস্তানের সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এসব অভিযান পরিচালনা করা হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতি অনুসারে, প্রথম বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে রবিবার দিবাগত রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারের শহরতলীতে। এখানে ছয় জঙ্গি ও দুই সেনা কর্মকর্তা নিহত হন।

দ্বিতীয় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে সোমবার। ট্যাংক জেলায় নিরাপত্তা অভিযানের সময় এই গোলাগুলিতে ১০ জঙ্গি নিহত হয়েছে। খাইবার জেলায় পৃথক বন্দুকযুদ্ধে পাঁচ সেনা ও সাত জঙ্গি নিহত হয়েছে বলে সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

অভিযানের বিষয়ে বিশদ জানায়নি সেনাবাহিনী। তবে অতীতে পাকিস্তানি তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অঞ্চলটিতে অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর-পশ্চিমাঞ্চলে সংগঠিত হতে শুরু করেছে এই গোষ্ঠীর জঙ্গিরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //