শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় প্রথম ধাপে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। এ কারণে দ্বিতীয় ধাপে গেল নির্বাচনের ভোট গণনা। এর আগে কখনো দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় ধাপে যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ভোটারদের আগে থেকেই ভোট দেওয়ার সময় পছন্দক্রম অনুযায়ী তিনজন প্রার্থীকে বেছে নিতে বলা হয়েছিল। ভোটাররা দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে কাকে কাকে ভোট দিয়েছেন, এখন সেটি গণনা করবে নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে নির্বাচন করা হবে প্রেসিডেন্ট।
এর আগে প্রথম ধাপের ভোট গণনায় এগিয়ে ছিলেন ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েক। বামপন্থী এই নেতা ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পান। এরপর তালিকায় দ্বিতীয় ছিলেন সাজিদ প্রেমাদাসা (৩২ দশমিক ৭৬ শতাংশ)। রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৭ শতাংশ ভোট। এ তালিকায় তিনি তৃতীয়।
রবিবার এক সংবাদ সম্মেলনে দেশটির নির্বাচন কমিশন জানায়, প্রথম দুজনের বাইরে বাকিরা এখন আর প্রতিযোগী হিসেবে গণ্য হবেন না। তবে, তারা যে ভোট পেয়েছেন, সেগুলো আবার গণনা করে দেখা হবে, তাতে দ্বিতীয় ও তৃতীয় প্রার্থী হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছিল।
গতকাল শনিবার শ্রীলঙ্কার ২২টি আসনের ১৩ হাজার ৪০০ ভোটকেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। গণঅভ্যুত্থানে গোতাবায়া রাজাপক্ষের সরকারের পতনের পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলো শ্রীলঙ্কায়। স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল চারটায়। এদিকে ভোট শেষ হওয়ার পর শনিবার রাতে শ্রীলঙ্কার কারফিউ ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, জননিরাপত্তার স্বার্থে আট ঘণ্টার কারফিউ জারি করে তারা। পরে আজ রবিবার এই কারফিউ শিথিল করা হয়।
প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে, তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) ভোট হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh