বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় এ পর্যন্ত ২০ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহতদের মধ্যে ১৭ জন শ্রীলঙ্কার এবং বাকি ৩ জন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
শ্রীলঙ্কার দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার পাশাপাশি প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকাগুলোতে ২০ জন নিহতের পাশপাশি বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ। বর্তমানে তারা বিভিন্ন অস্থায়ী ত্রাণ শিবিরে অবস্থান করছেন।
শ্রীলঙ্কার উপকূলে আঘাত হেনেছিল ফিনজাল। তার দু’দিন পর রোববার ভোরের দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু-পদুচেরির উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়র ফিনজাল যে সময় শ্রীলঙ্কা ও ভারতের উপকূলে আছড়ে পড়ে, সে সময় উপকূলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টির সঙ্গে আসা বিপুল মেঘমালা প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার দূরে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। ফলে শনিবার দুপুর থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় গতকাল দুপুর থেকে আকাশ ছিল মেঘলা। উপকূল ছাড়িয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকাতেও।
উল্লেখ্য, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে যে ঘূর্ণিঝড় উদ্ভূত হয়, সেগুলোকে বলা হয় সাইক্লোন। শক্তিমত্তার দিক থেকে সাইক্লোন উত্তর আটলান্টিকের ঘূর্ণিঝড় হারিককেন কিংবা প্রশান্ত মহাসগারের ঘূর্ণিঝড় টাইফুনের সমপর্যায়ের।
সূত্র: এএফপি
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ফিনজাল ভারত শ্রীলঙ্কা নিহত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh