ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই-কমিশনে হামলার পর সেখানকার কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করেছে সরকার।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সাময়িকভাবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই-কমিশনে কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নিরাপত্তার কারণে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই-কমিশনে সাময়িকভাবে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িকভাবে সহকারী হাই-কমিশন থেকে ভিসা সেবা বন্ধ থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাই-কমিশনে হামলা চালায় একদল উগ্র হিন্দু। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করে বিৃবতি দিয়েছে। অন্যদিকে, বাংলাদেশ প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব করেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh