ভারতে বিক্ষোভের মুখে বাড়ি বিক্রি করলেন মুসলিম দম্পতি

ভারতের উত্তর প্রদেশে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে কিনে বাড়ি কেনার পর সেটি আবার বিক্রি করতে বাধ্য হয়েছেন এক মুসলিম দম্পতি। মুরাদাবাদ শহরের ওই বিক্ষোভকারীরা ধর্মের কারণে ওই দম্পতিকে তাদের এলাকায় বসবাস করতে দিতে চান না।   

সম্প্রতি মুরাদাবাদের ‘টিডিআই সিটি’ আবাসিক এলাকায় ওই বাড়িটি অশোক বাজাজ নামের এক চিকিৎসকের কাছ থেকে কিনেছিলেন ওই মুসলিম দম্পতি। বাড়ি বিক্রির খবর সামনে আসার পর গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিক্ষোভ শুরু করেন এলাকার হিন্দু বাসিন্দারা।

বিক্ষোভের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তাতে মেঘা আরোরা নামের টিডিএস এলাকার এক বাসিন্দাকে বলতে শোনা যায়, তাদের সঙ্গে কোনো আলোচনা না করে বাড়ি বিক্রি করেছেন অশোক বাজাজ। বাড়িটি স্থানীয় মন্দিরের সামনে। এমন জায়গায় মুসলিম পরিবারের বসবাস মেনে নেবেন না তারা।

ওই নারী আরও বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বাড়ির নতুন মলিকদের নামে নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছি। এখানে অন্য কোনো বিশ্বাসের মানুষ আসুক এবং বসবাস করুক, তার অনুমতি আমরা দেব না। আমরা তাদের (মুসলিম দম্পতি) এখানে প্রবেশের অনুমতি দেব না এবং যতক্ষণ তারা না যাবেন বিক্ষোভ চালিয়ে যাব।’

টিডিআই সিটি এলাকার অনেক বাসিন্দা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে বাড়ি বিক্রির বিষয়ে অভিযোগ করতে যান। কার্যালয়ের বাইরে তাদের অশোক বাজাজ ও মুসলিম দম্পতির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। পরে শুক্রবার অশোক বাজাজ বিবিসিকে বলেন, শহরের একজন নির্বাচিত প্রতিনিধির মধ্যস্থতায় বাড়িটি নিয়ে তারা একটি সমঝোতায় পৌঁছেছেন। সে অনুযায়ী ওই মুসলিম দম্পতি এলাকার একটি হিন্দু পরিবারের কাছে বাড়িটি বিক্রি করে দেবেন।

মুরাদাবাদ শহরে অশোক বাজাজের একটি হাসপাতাল রয়েছে। টিডিআই সিটি এলাকায় তিনি ছয় বছরের বেশি সময় ধরে বসবাস করছেন। তিনি বলেন, যে মুসলিম দম্পতির কাছে তিনি বাড়িটি বিক্রি করেছেন, তারা দুজনই চিকিৎসক। দুই পরিবারের মধ্যে ৪০ বছর ধরে জানাশোনা রয়েছে। বাড়িটি কেনার পর তা আবার বিক্রি করার সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন ওই দম্পতি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh