আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কর্মসূচি ঘোষণা করেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় সেবক সংঘ (আরএসএস)।
আগামী সপ্তাহে তারা রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অভিমুখে প্রতিবাদ মিছিল বের করবে বলে ঘোষণা দিয়েছেন আরএসএসের শীর্ষ একজন কর্মকর্তা।
আরএসএস দিল্লি ইউনিটের জনসংযোগ কর্মকর্তা রজনিশ জিন্দাল বলেছেন, ১০ ডিসেম্বর ‘দিল্লির নাগরিক সমাজ’-এর ব্যানারে তারা বাংলাদেশ দূতাবাসের দিকে পদযাত্রা করবেন।
কর্মসূচি নিয়ে এই আরএসএস নেতা বলেন, আমরা বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি জমা দেব। আমরা জাতিসংঘ, ইউএনএইচআরসি, ডব্লিউএইচও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এডিবিসহ সব আন্তর্জাতিক সংস্থার কাছে একটি স্মারকলিপি জমা দেব, যাতে তারা বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলমান নৃশংসতা ও সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি জানায়।
তিনি বলেন, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চলমান অত্যাচারের জন্য সমগ্র দেশ (ভারতের জনগণ) ক্ষুব্ধ। ভারতের জনগণ চায়, বাংলাদেশের হিন্দুদের রক্ষায় ভারত সরকার এখনই পদক্ষেপ নিক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আরএসএস হিন্দুত্ববাদ সংখ্যালঘু নির্যাতন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh