আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পিএম
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পিএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার দেশত্যাগের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ওঠে, আর ভারতের সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন বাড়ে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
শুভেন্দু অধিকারী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী। বাকীরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে স্যালুট করে নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে। বেছে বেছে হিন্দুদের ওপরে হামলা করা হচ্ছে। হিন্দুদের মন্দির, দোকান, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এদের থামানো তো দূরের কথা, মদত দিচ্ছে ড. ইউনূস সরকার। অথচ বাংলাদেশ ভারতের ওপরে নির্ভরশীল। ভারত পণ্য না পাঠালে ভাত-কাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আঁধারে ডুববে বাংলাদেশ। কীভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। এই লড়াই ধর্মরক্ষার লড়াই।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি।
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। এরপর রাষ্ট্রপতি সরকার ভেঙে দিলে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনে নেতিবাচক অবসান হয়। এর তিন দিন পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শুভেন্দু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থান বিক্ষোভ সমাবেশ অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা বিমানবন্দর ভারতের রাজধানী নয়াদিল্লি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh