ভারতে ভাঙা হলো ১৮৫ বছরের পুরোনো মসজিদের একাংশ

ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে ১৮৫ বছরের প্রাচীন মসজিদের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। বান্দা-ফতেহপুর সড়কের ওপর মসজিদটির একটি অংশ পড়ায় ভেঙে ফেলার নির্দেশ দেয় জেলা প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মসজিদটির নাম নূরি জামে মসজিদ। জেলা প্রশাসন জানিয়েছে, সড়কের ওপর মসজিদের একাংশ পড়ায় কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই অংশ ভাঙেনি মসজিদ কমিটি। তাই নির্ধারিত সময়ের পার হলে গণপূর্ত বিভাগ থেকে গতকাল মঙ্গলবার মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়।

এরই মধ্যে মসজিদ ভাঙার নির্দেশের বিষয়টি নিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কমিটি। তবে আদালত থেকে কোনো আদেশ আসার আগেই মসজিদের একাংশ ভেঙে ফেলা হলো।

ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অর্থ ও রাজস্ব) অবিনাশ ত্রিপাঠি বলেন, ‘মসজিদ কমিটি উচ্চ আদালতে একটি আবেদন জমা দিয়েছে। তবে এ নিয়ে এখনও শুনানির দিন ধার্য হয়নি। মসজিদের যে কাঠামোটি ভেঙে ফেলা হয়েছে, তা বর্ধিত অংশ। মূল ভবন অক্ষত রয়েছে।’

অবিনাশ ত্রিপাঠি আরও বলেন, ‘গত আগস্টে গণপূর্ত বিভাগ সড়কের ওপর নির্মিত স্থাপনা সরাতে বিভিন্ন বাড়ির মালিক, দোকানদার, নূরি জামে মসজিদ কমিটিসহ ১৩৯ জনকে নোটিশ দেয়। অন্যান্যরা সড়কের ওপর নির্মিত অংশ সরিয়ে নিয়েছে, মসজিদ কমিটি দোকান সরিয়েছে কিন্তু মসজিদের অংশটি সরায়নি। গণপূর্ত বিভাগকে প্রতিশ্রুতি দিয়েও নির্ধারিত সময়ের মধ্যে মসজিদের অংশ ভাঙেনি। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে ভেঙে ফেলা হয়েছে।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh