বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছেন ভারতের কংগ্রেসদলীয় সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনে এই বিক্ষোভের নেতৃত্ব দেন কেরালার ওয়েনাড থেকে লোকসভায় নির্বাচিত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদেরা।
গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) প্রিয়াঙ্কা পার্লামেন্ট ভবনে ঢুকেছিলেন ফিলিস্তিনের সমর্থন লেখা ঝোলাব্যাগ নিয়ে। আজ তিনি ও কংগ্রেস সদস্যরা বিক্ষোভ দেখালেন যে ব্যাগ কাঁধে ঝুলিয়ে, তাতে ইংরেজিতে লেখা ‘স্ট্যান্ড উইথ মাইনরিটিজ অব বাংলাদেশ’, অর্থাৎ ‘বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আছি’। হিন্দিতে লেখা ‘বাংলাদেশের হিন্দু ও খ্রিষ্টানদের পাশে দাঁড়িয়ে আছি’।
বিক্ষোভ সমাবেশে সুবিচার চেয়ে নানা ধরনের স্লোগানও দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জবাবদিহি করতে বলা হয়। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় কেন্দ্রীয় সরকার কেন নীরব, তা জানতে চাওয়া হয়।
স্পষ্টতই কংগ্রেস দেখাতে চাইছে, তারা যেমন ফিলিস্তিনের অত্যাচারিত জনতার পাশে, তেমনই তারা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশেও আছে। দেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপি বারবার কংগ্রেসকে দোষারোপ করে। তার মোকাবিলায় কংগ্রেস বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হলো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কংগ্রেস ভারত সংখ্যালঘু প্রিয়াঙ্কা গান্ধী
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh