নববর্ষের দিনেই মা ও চার বোনকে খুন

নববর্ষের দিনেই হোটেলে মা এবং চার বোনকে নিজ হাতে খুন করেছেন এক ব্যক্তি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের লক্ষ্ণৌতে। এরই মধ্যে আরশাদ (২৪) নামের ঐ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে লক্ষ্ণৌ পুলিশ । ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করেই মা ও চার বোনকে হত্যা করেছেন তিনি।

সেন্ট্রাল লক্ষ্ণৌর ডেপুটি পুলিশ কমিশনার রাভিনা তিয়াগি জানিয়েছেন, রাজ্যের নাকা এলাকায় অবস্থিত হোটেল শরনজিতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকেই আরশাদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আগ্রার বাসিন্দা আরশাদ তার চার বোন আলিয়া (৯), আলশিয়া (১৯), আকসা (১৬) এবং রাহমিন (১৮) এবং তার মা আসমাকে খুন করেছেন। তবে তিনি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন কি না সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহতদের মরদেহ উদ্ধারের পর তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য এরই মধ্যে ঘটনাস্থলে ফরেনসিক টিম পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh