ভারতে এইচএমপিভি ভাইরাস শনাক্ত

ভারতে প্রথমবারের মত হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুতে তিন ও আট মাস বয়সি দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

আজ সোমবার (৬ জানুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদেনএ বলা হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) আজ সোমবার নিশ্চিত করেছে, ওই দুই শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়েছে। দেশব্যাপী শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা নিয়ে আইসিএমআরের নিয়মিত পর্যবেক্ষণে দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

কর্ণাটকের শিশু ও নারী কল্যাণ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, শহরে শ্বাস জনিত কষ্ট বেড়েছে। বাতাসে অনেক ধরনের রোগজীবাণু ঘুরছে। অন্যদের মধ্যেও ‘এইচএমপিভি’ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। যদি সেই সন্ধান পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রবিবারই ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘এইচএমপিভি’ নিয়ে এখনই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। শীতকালে স্বাভাবিক কারণেই ফ্লু হয়। চীনে যে ভাইরাস বা জীবাণুর সন্ধান পাওয়া গেছে, তা আরএসভি এবং এইচএমপিভি। এ মৌসুমে তা স্বাভাবিক। তবে সতর্ক থাকা সব সময় জরুরি। এইচএমপিভির প্রথম সন্ধান পাওয়া গিয়েছিল ২০০১ সালে। 

দিল্লি সরকার অবশ্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সব হাসপাতালকে জানানো হয়েছে, ইনফ্লুয়েঞ্জা–জাতীয় সব রোগী এবং শ্বাসকষ্ট জনিত অসুস্থতা নিয়ে যারাই ভর্তি হবেন, তাঁদের যেন নিবিড় পরীক্ষা করা হয়। প্রয়োজনে রোগীকে আলাদা করে সেই পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে। শঙ্কা যাতে দুশ্চিন্তার কারণ না হয়, সে জন্য চেষ্টার কোনো ঘাটতি রাখা হবে না।

সেই সঙ্গে এ কথাও বলা হচ্ছে, অযথা ভয় পাওয়া বা আতঙ্ক ছড়ানোও ঠিক নয়। এখন পর্যন্ত তেমন কোনো আশঙ্কা দেখা দেয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh