আরাকান আর্মি অধিকৃত রাখাইন রাজ্যের রামরে শহরজুড়ে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। এতে শিশুসহ ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) এ হামলা চালানো হয়। খবর ইরাবিত
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলায় কিয়ুকনিমাও অঞ্চলে অন্তত ২০ জন বাসিন্দা আহত হয়েছেন। এছাড়া উত্তর-দক্ষিণ ও মঞ্চলীয় এলাকায় অন্তত ৫০০ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আহতদের মধ্যে শিশু, নারী ও বয়স্করা রয়েছে।
বাসিন্দারা জানিয়েছে, বিমান থেকে বোমা হামলার ফলে অগ্নিকুণ্ড দ্রুত পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এতে শত শত বাড়িঘর পুড়ে গেছে। এছাড়া আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষের ফলে পার্শ্ববর্তী এলাকা টাউনগুপ থেকে অনেক মানুষ হামলার হাত থেকে বাঁচতে কিয়ুকনিমাও অঞ্চলে আশ্রয় নিয়েছেন।
রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাজ্যটির নিয়ন্ত্রণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। গত বছর এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় আরাকান আর্মি। ইতোমধ্যে রাখাইনের রাজধানী সিত্তের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠী।
মিয়ানমারে ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্র পন্থী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশজুড়ে জান্তা-বিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহের শুরু হয়।
আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা এএফপিকে বলেছেন, বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাখাইনের রামরে দ্বীপের কিয়ুকনিমাও শহরে সেনাবাহিনীর বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। এতে ওই এলাকায় ধরে যাওয়া আগুনে ৫ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh