দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব

সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। 

আজ সোমবার (১৩ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি উপ-হাইকমিশনারকে তলব করেছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।  

এর আগে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদে গতকাল রবিবার ভারতের হাই-কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এর ঠিক এক দিন যেতে না যেতেই বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করা হলো। 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ বলছে, আজ সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে। এর আগে তাঁকে এই ইস্যুতে তলব করা হয়। তবে ঠিক কী নিয়ে আলাপ হয়েছে, তা এখনো জানা যায়নি। 

সম্প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্ত-রক্ষী বাহিনী বিএসএফ। এর প্রতিবাদে সীমান্তে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী। পরে গত সপ্তাহে বিজিবি–বিএসএফের ৪ দফা পতাকা বৈঠকের পর নির্মাণকাজ স্থগিত করে ভারত। 

গতকাল রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে তাতে বাধা দেবে বাংলাদেশ। তিনি বলেন, ‘সীমান্তের বিভিন্ন জায়গায় ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এ কর্মকাণ্ডে বাধা দেবে বাংলাদেশ। শক্ত অবস্থানে থাকবে সীমান্ত-রক্ষী বাহিনী বিজিবি।’  

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে অনুযায়ী, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৫০ শতাংশে কোনো বেড়া নেই।  

এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই-কমিশনে হামলার প্রতিবাদে গত ৩ ডিসেম্বর একবার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh