ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একটি গ্রামে গত ৪৫ দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ স্পষ্ট করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। ফলে ওই অঞ্চলের রাজৌরির বুধল গ্রামের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এনডিটিভি জানিয়েছে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই তদন্ত দলটির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র অফিসার থাকবেন। এছাড়া কমিটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কৃষি, রাসায়নিক এবং সার ও পানিসম্পদ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরাও রয়েছেন। তাদেরকে পশুপালন, খাদ্য নিরাপত্তা এবং ফরেনসিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা সহায়তা করবেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় দল রোববার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাৎক্ষণিক ত্রাণ প্রদানের বিষয়েও কাজ করবে। পরিস্থিতি পরিচালনা এবং মৃত্যুর বোঝার জন্য দেশের সবচেয়ে স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সহায়তা নেয়া হবে।
জানা গেছে গত দেড় মাসে ওই গ্রামের বাসিন্দাদের অনেকে হাসপাতালে ভর্তি হন। তাদের কারো জ্বর, বমি বমি ভাব, গায়ে ব্যথা, জ্ঞান হারানোর মতো উপসর্গও দেখা দিয়েছিল। সেই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়। তবে এসব মৃত্যুর আসল কারণ জানতে ব্যর্থ হয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
এর আগে, জম্মু ও কাশ্মীর সরকারের একজন মুখপাত্র বলেছিলেন, এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনার রিপোর্টে দেখা গেছে, কোনো ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এই মৃত্যু ঘটেনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জম্মু-কাশ্মীর রহস্যজনক মৃত্যু অমিত শাহ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh