ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে আলাদা অভিযান চালিয়ে অন্তত ১৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৈধ নথি ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন।
শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের পালঘর জেলায় সাত নারীসহ ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় থানে জেলা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
অবৈধ অনুপ্রবেশ এবং নথিপত্রবিহীন বসবাসের অভিযোগে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে বলে মহারাষ্ট্র পুলিশ নিশ্চিত করেছে। পালঘর পুলিশের উপ-কমিশনার জয়ন্ত বাজবাল বলেছেন, শুক্রবার জেলার নালাসোপাড়ার ধনিববাগের গাংদি পাড় এলাকা থেকে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের বয়স ২৭ থেকে ৪৫ বছরের মধ্যে; যারা বৈধ ভ্রমণ নথিবিহীন এবং যথাযথ কাগজপত্র ছাড়াই সেখানে বসবাস করছিলেন।
কয়েক দিন আগে বলিউড অভিনেতার মুম্বাইয়ের বাড়িতে চুরির চেষ্টার সময় সাইফ আলী খানকে ছুরিকাঘাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হামলাকারী ‘বাংলাদেশি’ নাগরিক বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ। এই ঘটনার পর মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
পুলিশ বলেছে, সাত নারীসহ গ্রেপ্তার বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। পরে সেখান থেকে ট্রেন যোগে মুম্বাইয়ে পৌঁছে পালঘরে বসবাস শুরু করেন তারা।
বাংলাদেশে পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য তারা মোবাইল অ্যাপ ব্যবহার করতেন বলে জানিয়েছেন মুম্বাইয়ের কর্মকর্তারা। গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন, ভারতীয় পাসপোর্ট আইন এবং পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইনের আওতায় মামলা করেছে পুলিশ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh