Logo
×

Follow Us

খেলাধুলা

মেসিদের লকারে চুরি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ১৩:২৩

মেসিদের লকারে চুরি

অনুশীলনের সময় আর্জেন্টিনার ফুটবল দলের লকার থেকে চুরির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

এবারের ফ্রান্স অলম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই বিতর্কিত অনেক ঘটনা ঘটেছে। পর্যাপ্ত নিরাপত্তার অভাব, কানাডার ড্রোন কান্ড কিংবা দশর্কদের মাঠে নেমে আসার মতো অপ্রত্যাশিত বিষয় দেখা গেছে। তবে সবচেয়ে বেশি ভুক্তোভোগী বোধহয় আর্জেন্টিনা ফুটবল দলই হয়েছে।

প্রথমে অপ্রত্যাশিতভাবে ম্যাচ হার, তারপর দলের লকারের চুরির ঘটনা। আর্জেন্টিনার জন্য এই অপ্রত্যাশিত দিন হজম করা সত্যিই কঠিন। জানা গেছে, আর্জেন্টিনা দল তখন অনুশীলনে ব্যস্ত। লকার রুমে ফুটবলারসহ দলের স্টাফদের অনুপস্থিতিতে চুরি হয়ে যায় নগদ টাকাসহ মূল্যবান ব্যবহার্য জিনিস। 

আর্জেন্টিনার কোচ হাভিয়ার মাশ্চেরানো বলছেন, অনুশীলেনর পর আমরা এ বিষয়ে কিছু বলতে চাইনি এবং এতে কোনো লাভও হতো না। কিন্তু এ ধরনের ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য।

চুরি যাওয়া জিনিসের ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে মাশ্চেরানো বলছেন, থিয়াগো আলমাদা তার ঘড়ি ও আংটি খুঁজে পাচ্ছে না। এ ছাড়া আরেক সূত্র অনুযায়ী ভুক্তভোগীর ৫০ হাজার ইউরো খোয়া গেছে।

লিঁওতে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে হুলিয়ান আলভারেজদের। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

উল্লেখ্য, অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে অবিশ্বাস্য এক হারের মুখোমুখি হতে হয় আর্জেন্টিনাকে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫