জিম্বাবুয়ে বধে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ

বিশ্বকাপের পর থেকে একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে বাংলাদেশ। শ্রীলংকা সফরে গিয়ে ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে টাইগাররা। এমনকি নবাগত আফগানিস্তানের কাছে হেরেছে টেস্ট ম্যাচ। আর পরাজয়ের এই বৃত্ত থেকে বের হতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে অভিষেক হতে পারে ২০ বছর বয়সী নোয়াখালীর পেসার ইয়াসিন আরাফাত মিশুর।

এ পর্যন্ত দুই দলের ৯ বারের সাক্ষাতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৫ বার। শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। পুরানো স্মৃতির পাশাপাশি সাদা বলের লড়াইয়ে ফিরে স্বাভাবিকভাবেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা জিতে এই দ্বৈরথে আরো একটু এগিয়ে থাকার সুযোগ সাকিবদের সামনে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ নিজেদের দিনে যে কোনো দলকেই হারাতে পারে। দলে কিছু বিশ্বমানের পারফরমার রয়েছে। দলের খেলোয়াড়দের অভিজ্ঞতা ও দক্ষতার কোনো ঘাটতি নেই। বাংলাদেশ যদি সেরাটা খেলতে পারে তাহলে জিম্বাবুয়ের কাজটা কঠিন হয়ে যাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //