বিপিএলে না থাকতে পেরে কাঁদলেন নাফিসা কামাল

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী নাফিসা কামাল ভাবতেই পারছেন না বিপিএলের এবারের আসরে তাদের কোনো দল থাকবে না। বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কেঁদেই ফেলেন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের অফিসিয়াল ফেসবুক পেজে নাফিসা কামালের একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওতে দেখা যায়, তিনি তার দল নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। কথার মাঝে তাকে বেশ কয়েকবার চোখে হাত দিয়ে পানি মুছতে দেখা যায়।

প্রসঙ্গত, এবারের বিপিএল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হচ্ছে না। টুর্নামেন্টটা হবে বঙ্গবন্ধুর নামে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে উৎসর্গ করে বিপিএল আয়োজন করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক না হলেও ঠিক থাকবে সব দল। শুধু ম্যানেজমেন্টের অংশ বিসিবি দেখবে। খেলোয়াড়দের পারিশ্রমিক, থাকা-খাওয়া সবই বিসিবি তত্ত্বাবধান করবে।

এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা নতুন চুক্তি করতে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসেছিলাম। কয়েকটা ফ্র্যাঞ্চাইজির বেশকিছু দাবি আছে। ওই দাবিগুলো আমাদের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। সবকিছু চিন্তা করে ঠিক করেছি এবারের বিপিএল আমরাই (বিসিবি) চালাব। টুর্নামেন্টটা আমরা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করছি না।’

বিসিবি সভাপতি জানান, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতামত জানিয়েছে বিসিবিকে। সবার মতামত শুনে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, এ বছর অন্তত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হবে না।

এদিকে বিসিবির এ সিদ্ধান্তকে মানতে পারছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। নাফিসা কামাল বলেন, ‘এতো সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ নেয়ায় বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলকে আমি ধন্যবাদ জানাতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বিপিএল তার নামে আয়োজিত হতে যাচ্ছে। এজন্য আমি মন থেকে, আন্তরিকভাবে অভিনন্দন ও স্বাগত জানাই আমাদের বোর্ড প্রেসিডেন্টকে।’

কান্না জড়িত কণ্ঠে কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী বলেন, ‘বিপিএলের অন্য সব মালিকদের মধ্যে আমিই সবচেয়ে পুরনো। অনেক বাধা পেরিয়ে ছয় বছর ধরে বিপিএলে আছি। আজ বিপিএল যে পর্যায়ে এসেছে, তাতে আমার ফ্র্যাঞ্চাইজির অবদান আছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিরই অবদান আছে। পুরো বিশ্ব থেকে যে ভালোবাসা পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার। এবার কুমিল্লা খেলবে, অথচ আমরা এটার সঙ্গে জড়িয়ে থাকতে পারব না, এটা অনেক কষ্টকর।’

বিপিএলে থাকতে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি চাই না যে আমার দল এতো বড় সম্মান থেকে বঞ্চিত হোক। আশা করি, বিসিবি যেনো আমাদেরকে সঙ্গে নিয়ে আরো সার্থকভাবে এ টুর্নামেন্টটা আয়োজন করে।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //