করোনায় প্রাণ হারালেন যেসব ক্রীড়াব্যক্তিত্ব

মহামারি করোনাভাইরাস ইতিমধ্যে বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে পড়েছে। আর এর ফলে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিলও।

করোনা এমন এক ভাইরাস, যা ছাড় দিচ্ছে না কাউকে। যেই এই ভাইরাসের সংস্পর্শে আসছে বেশিরভাগই প্রাণ হারাচ্ছেন। তেমনই এই করোনাভাইরাসের থাবা পড়েছে বিশ্বক্রীড়াঙ্গনে। এই ভাইরাসের কালো থাবায় প্রাণ গেছে ২১ বছর বয়সী কোচ থেকে শুরু করে প্রায় ৮০ বছর বয়সী ব্যক্তি পর্যন্ত।

করোনার সবচেয়ে বেশি প্রভাব দেখা যাচ্ছে ইউরোপের দেশ ইতালি, স্পেন ও মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। এই স্পেনেই মাত্র ২১ বছর বয়সে মারা গেছেন ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়া। ফুটবলের প্রতি ভালোবাসা থেকে কোচিং পেশাকে বেছে নেন তিনি।

স্পেনে যখন এই ভাইরাস ছড়িয়ে যায় তখন অনেকের মধ্যে তিনিও করোনায় আক্রান্ত হন। তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। ফলে এই ভাইরাস তাকে বেশ কাবু করে ফেলে।

এ ছাড়া স্পেনে এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সানজ। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বিশ্বে জনপ্রিয় যে ক’জন ক্রীড়াব্যক্তিত্ব ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন সানজ। তার সময়ে তিনি রিয়াল মাদ্রিদে নিয়ে এসেছিলেন বিশ্ববিখ্যাত খেলোয়াড়দের। আর তার সময়ই রিয়াল মাদ্রিদ দু’বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন।

প্রাণঘাতী এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ক্রীড়াব্যক্তিত্বদের মধ্যে সর্বশেষ নামযুক্ত হয়েছে সোমালিয়ার সাবেক কিংবদন্তি ফুটবলার আব্দুল কাদির মোহাম্মদ ফারাহ। তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

অন্যদিকে ইরানিয়ান রেডিও ফারতা জানিয়েছে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১ জন ক্রীড়াবিদের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাবেক খেলোয়াড়দের পাশাপাশি বর্তমান খেলোয়াড়রাও রয়েছেন।

ইরানে সবচেয়ে বেশি সবাইকে নাড়া দিয়েছে সেটি হলো দেশটির জাতীয় মেয়ে ফুটবল দলের খেলোয়াড় ইলহাম শেখির মৃত্যু। মাত্র ২২ বছর বয়সে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইলহাম বসবাস করতেন খোম প্রদেশে। ইরানে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এখানেই।

তবে প্রথমে তার মৃত্যুর খবর গোপন রাখতে চেয়েছিল দেশটির সরকার। এমনকি ইলহাম নামে একজনকে সাজিয়ে সরকারি রেডিওতে একজনের সাক্ষাৎকারও নেওয়া হয়েছিল; কিন্তু সামাজিক মাধ্যমের কল্যাণে তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে এবং শেষমেশ সরকার তার মৃত্যুর কথাটি স্বীকার করে। তাছাড়া রেডিওটি জানিয়েছে বাস্কেটবল, বক্সিং ও ফুটবলাররাও রয়েছেন এই মৃত্যুর তালিকায়।

অন্যদিকে ইতালিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট আর্কিটেকচার ভিতেরিও গ্রেগত্তি। যদিও তিনি একজন আর্কিটেচার ছিলেন; কিন্তু ক্রীড়াবিশ্বের সঙ্গে তার নাম ওতপ্রোতভাবে জড়িত। কারণ তার করা ডিজাইনেই তৈরি হয়েছিল ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের স্টেডিয়াম।

বিশ্বকাপ উপলক্ষে ইতালির জেনোয়া শহরে মারাসসি স্টেডিয়ামের ডিজাইন করেছিলেন তিনি। এরপর ১৯৯২ সালে স্পেনের বার্সেলোনায় হয়েছিল অলিম্পিক। বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামের ডিজাইনও করেছিলেন তিনি। ভিতেরিও গ্রেগত্তির বয়স হয়েছিল ৯২ বছর।

এই কজন ক্রীড়াবিদের মৃত্যুর খবর ছড়িয়েছে চারপাশে; কিন্তু করোনাভাইরাসে মারা যাওয়া মৃত্যুর মিছিলে রয়েছেন আরও অনেকেই। যাদের নাম আসেনি বা প্রকাশ পায়নি। এ ছাড়া এই দেশগুলোতে অখ্যাত অনেক ক্রীড়াব্যক্তিত্ব রয়েছেন যারা এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন; কিন্তু তাদের নাম প্রকাশ কোথাও পায়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //