দ্বিতীয় লরিয়াস পুরস্কার পেলেন নাদাল, বর্ষসেরা বায়ার্ন মিউনিখ

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন স্পেনের রাফায়েল নাদাল। এ বছর বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে গত বছরের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী বায়ার্ন মিউনিখ।

ক্রীড়াঙ্গনের সম্মানজনক এই পুরস্কারের নারী বিভাগের বর্ষসেরাও হয়েছেন টেনিস তারকা, জাপানের নাওমি ওসাকা।

বৃহস্পতিবার (৬ মে) স্পেনের সেভিয়ায়  ডিজিটাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

গত বছরের ফরাসি ওপেন জিতে টেনিস এককে রজার ফেদেরারের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল। একই সঙ্গে ক্লে কোর্টের রাজা ফরাসি ওপেনে ১৩টি শিরোপা জয়ের রেকর্ডটাকে নিয়ে যান সবার ধরাছোঁয়ার বাইরে।

২০১১ সালে প্রথম এই পুরস্কার জিতেছিলেন নাদাল।


আর প্রথমবার পুরস্কারটি পাওয়া ওসাকা গত বছর জিতেছিলেন ইউএস ওপেন। সেটি তার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম।

আজীবন সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি টেনিস খেলোয়াড় বিলি জন কিং।

২০০০ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। পুরুষ বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার সেরা হয়েছেন ফেদেরার, এর মধ্যে আছে টানা চারবার। আর নারী বিভাগে সবচেয়ে বেশি চারবার জিতেছেন সেরেনা্ উইলিয়ামস।

গতবছর পুরুষ বিভাগে যুগ্মভাবে সেরা হয়েছিলেন লিওনেল মেসি ও লুইস হ্যামিল্টন। প্রথম ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতেছিলেন বার্সেলোনা তারকা মেসি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //