বিশ্বকাপ দাবা থেকে জিয়া ও শারমিনের বিদায়

রাশিয়া বিশ্বকাপ দাবাং বাংলাদেশের দুই প্রতিযোগী গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার শারমিন সুলতানা বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকে।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৫৬২ নম্বরে থাকা জিয়াউর রহমানের প্রতিদ্বন্দ্বি ছিলেন ইরানের ১৮৩ বিশ্ব র‍্যাঙ্কিংয়ের গ্র্যান্ডমাস্টার পইয়া ইদানি। টানা দুই ম্যাচ হেরে বিদায় নেয় জিয়া।

আর নারীদের টুর্নামেন্টে ২৬৩৬৮ র‍্যাঙ্কিংয়ের শারমিন টানা দুই ম্যাচ হেরে বিদায় নেন যুক্তরাষ্ট্রের ১৫৬০ র‍্যাঙ্কের আন্তর্জাতিক মাস্টার ইপ কারিসার কাছে।

এদিকে প্রথম ম্যাচে কালো গুঁটি নিয়ে হেরে দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছেন নিয়াজ মোরশেদ। আর এ জয়ের মধ্য দিয়ে এনামুল হোসেন রাজীবের রেকর্ড ছোঁয়ার খুব কাছাকাছি অবস্থান করছেন উপমহাদেশের এই গ্র্যান্ডমাস্টার। প্যারাগুয়ের গ্র্যান্ড মাস্টারকে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের আশা আছেন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার।

প্রথম রাউন্ডে ২০৪৯ র‍্যাঙ্কিংয়ের বাংলাদেশি গ্র্যান্ডমাস্টারের প্রতিপক্ষ ছিলেন প্যারাগুয়ের ১৬৩ নম্বর র‍্যাঙ্কিংয়ের নিউরিস দেলগাদো রামিরেস। প্রথম ম্যাচে সোমবার সাদা ঘুঁটি নিয়ে হেরে যান নিয়াজ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //