২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অস্ট্রেলিয়ায়

২০৩২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনের জন্য নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। টোকিওতে আন্তর্জাতিক অলিম্পিক (আইওসি) কমিটির ১৩৮তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেয়া হয়।  

আইওসি এক বিবৃতিতে জানায়, টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের দুইদিন আগে ১৩৮তম অধিবেশনে গোপন ব্যালট অনুষ্ঠিত হয়। এতে ৭৭টি ভোটের মধ্যে ব্রিসবেনের পক্ষে ৭২টি বৈধ ভোট ও পাঁচটি না ভোট পড়ে।

অস্ট্রেলিয়া এর আগে দুবার অলিম্পিক গেমসের আয়োজ করে। সবশেষ ২০০০ সালে সিডনিতে বসেছিল এই ক্রীড়া আসর। তার আগে ১৯৫৬ সালে।

এবারের টোকিওর  পর ২০২৪ সালে প্যারিসে বসবে অলিম্পিকের পরবর্তী আসর। আর ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসে তার পরবর্তী আসর বসবে।

চলতি বছরের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে টোকিও ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। গত বছরের ২৪ জুলাই থেকে এই আসর শুরু হওয়ার কথা থাকলেও বিশ্বব্যাপী কোভিড-১৯ বিপর্যয়ের কারণে এক বছর স্থগিত রেখেছিল আর্ন্তজতিক অলিম্পিক কমিটি। -ইউএনবি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //