টোকিও অলিম্পিকে ১৩৭ জন করোনায় আক্রান্ত

জাপানের টোকিও শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস-২০২০। এই গেমসের সাথে সংশ্লিষ্ট ১৩৭ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন। 

রবিবার (২৫ জুলাই) আয়োজকদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।

১৩৭ জনের মধ্যে অ্যাথলেট রয়েছেন ২৬ জন। তার মধ্যে বর্তমানে জাপানে অবস্থান করছেন ১৩ জন। জাপান ছেড়ে গেছেন ১২ জন। আর একজনের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বাকি ১১১ জন আয়োজক, সংগঠক, কোচ ও কর্মকর্তা।

এদিকে অলিম্পিক গেমসের দ্বিতীয় দিন রবিবার টোকিও শহরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬৩ জন। এর আগের রবিবার আক্রান্ত হয়েছিল ১ হাজার ৮ জন। এমনটাই জানিয়েছে টোকিও মেট্রোপলিটন গভর্মেন্ট।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //