শেষ মিনিটের গোলে মোহামেডানকে হারালো আবাহনী

আবাহনী-মোহামেডান ম্যাচ মানে অন্যরকম উত্তেজনা। শনিবার (৯ অক্টোবর) ২০১৮ সালের ৫ জুনের পর ক্লাব কাপ হকিতে  চিরপ্রতিদন্দ্বী দুই দল মুখোমুখি হয়েছিল। সেখানে উত্তেজনা কম ছড়ায়নি। খেলা এক পর্যায়ে সাময়িক বন্ধও ছিল। তবে স্বস্তির কথা হলো, নির্ধারিত ৬০ মিনিটের ম্যাচটি শেষ হয়েছে। যেখানে প্রায় সাড়ে তিন বছর পর হওয়া দুই ঐতিহ্যবাহী দলের লড়াইয়ে জিতেছে আবাহনী লিমিটেড।

পুষ্কর খীসা মিমোর একমাত্র লক্ষ্যভেদে আকাশি-নীল জার্সিধারীরা ১-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। ফলে দুই ম্যাচে আবাহনী ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে। সমান ম্যাচে প্রথম হারে মোহামেডানের ৩ পয়েন্ট।

মওলানা ভাসানী স্টেডিয়ামে মোহামেডান তিন বিদেশি নিয়ে টার্ফে নেমেছিল। শুরুতে সাদা-কালোরা চাপ দিয়ে খেললেও গোলের প্রথম আক্রমণ করেছে আবাহনীই।

বিদেশি ছাড়াই টার্ফে নেমে আবাহনী ৬ মিনিটে গোলের সুযোগ পায়। তবে হাসান যুবায়ের নিলয়ের জোরালো হিট গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হয়।

ম্যাচের ১৩ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় আবাহনী। তবে সুবিধা করতে পারেনি। পরক্ষণে আবারও পেনাল্টি কর্নার থেকে মিমোর পুশে রোমানের থামানো বলে মাহবুব হোসেনের রিভার্স হিটটি লক্ষ্যভেদ হয়নি।

৩০ মিনিটে মোহামেডান আক্রমণে যায়। জিমির পাসে রাজিব দাশ অবশ্য পরীক্ষা নিতে পারেননি গোলকিপার আবু সাইদ নিপ্পনের। চার মিনিট পর জিমির রিভার্স হিট হয় লক্ষভ্রষ্ট।

৩৭ মিনিটে মোহামেডান প্রথম পেনাল্টি কর্নার পায়। জিমির পুশে সারোয়ার থামালে আশরাফুলের হিট বাইরে দিয়ে যায়। এসময় আবারও পেনাল্টি কর্নারের দাবিতে মোহামেডান অনড় অবস্থানে চলে আসে। আম্পায়ারদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় চলে। মাঠে দেখা দেয় উত্তেজনা। দাবি জানিয়ে নিজেদের টেন্টে আশ্রয় নেয় সাদা-কালোরা। খেলা এসময় বন্ধ থাকে ৭ মিনিটের মতো।

ফের খেলা শুরু হলে শেষ মিনিটে আবাহনীকে জয় এনে দেন মিমো। মাহবুব হোসেনের স্কয়ার পাসে মিমো জোরালো হিটে গোলকিপারকে পরাস্ত করেন। এতেই নিশ্চিত হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের জয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //