পদকের আশা দেখাচ্ছেন রোমানরা

আরচ্যারি মাঠ থেকে অনুশীলন করে রোমান সানারা গেমস ভিলেজে প্রবেশ করছিলেন। দিন পাঁচেক আগে আসায় কোনিয়ার আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।

আরচ্যারি খেলায় বাতাস বড় এক প্রভাবক। কোনিয়া পাহাড়ি শহর হওয়ায় এখানে বাতাস বয় যথেষ্ট। সেটা অবশ্য বাংলাদেশের অনুকূলেই রয়েছে বলে মনে করেন দেশসেরা আরচ্যার রোমান সানা, ‘আজ অফিসিয়াল অনুশীলন করলাম। বেশ ভালোই হয়েছে। বাতাসে তেমন সমস্যা হয়নি।’ তবে বিগত ৩ দিন অবশ্য একটু সমস্যা হয়েছিল বাতাসে।

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ এখনো পদক পায়নি। অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকসের ফাইনালে উঠলেও পদক পায়নি। আরচ্যাররাই এখন বাংলাদেশের আশা ভরসা। পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রোমানও, ‘এখানে আমাদের পদক জয়ের ভালো সম্ভাবনা আছে। পরিবেশ অনুকূলে থাকলে আমরা স্বাভাবিক খেলা খেলতে পারলে পদক জেতা সম্ভব।’

বাংলাদেশ আইএসএসএফ আরচ্যারিতে কয়েক বছর আগে স্বর্ণপদক জিতেছিল। এবার আইএসএসএফ ইসলামিক সলিডারিটি গেমসে স্বর্ণ জেতার চ্যালেঞ্জ। এটি আগের চেয়ে কঠিন বলে মনে করেন তিনি, ‘সেই টুর্নামেন্টের তুলনায় এটি বেশ কঠিন। এখানে অলিম্পিক পদক জেতা আরচ্যারও রয়েছেন অনেকে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //