ইন্টারের কাছে হারলো বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ নিতে হলো বার্সেলোনাকে। টানা দুই হারে দলটি গ্রুপের তিনে অবস্থান করছে।

গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরেছে কাতালানরা।

পুরো ম্যাচে ৭২ শতাংশ বল দখলে রেখেছে বার্সেলোনা। ঘরোয়া লিগে টানা পাঁচ ম্যাচে জাল অক্ষত রেখে এবং টানা ছয় ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলেন কাতালানরা। বিপরীতে মৌসুমের শুরু থেকেই ধুঁকতে থাকা ইন্টার মিলান সিরিআয় আট ম্যাচের চারটিতেই হেরে নেমে গেছে নবম স্থানে। তবে তাদের মুখোমুখি লড়াইয়ে পাল্টে গেল সব হিসাব-নিকাশ। প্রতিপক্ষের মলিনতার সুযোগ কাজে লাগিয়ে জয়ের আনন্দে ভাসল ইন্টার। একইসাথে এই গ্রুপ থেকে শেষ ষোলোয় ওঠার হিসাবটাও হয়ে উঠল রোমাঞ্চকর।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেত পারতো স্বাগতিকরা। তবে হাকান চালহানোগলুর এমন শটে বাধা বার্সা গোলরক্ষক টের স্টেগান। ম্যাচের ৭ম মিনিটে একটি আক্রমণে আলগা বল পেয়ে প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শট নেন কালহানোগলুর। সময়মতো লাফিয়ে কোনোমতো এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান বার্সেলোনা গোলরক্ষক।

সুযোগ এসেছিল বার্সেলোনারও তবে ব্যর্থ রাফিনহা, লেভানদোভস্কিরা। বল দখলে আধিপত্য থাকলেও কাউন্টার অ্যাটাকে হোয়াকিন কোরেয়া বল জালে জড়ান ইন্টারের হয়ে। তবে অফসাইডে ভাগ্য সহায় বার্সালোনার।

প্রথমার্ধের ইনজুরি সময়ে ডেডলক ভাঙেন হাকান কালহানোগলু। চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বছরে প্রথম গোল তুরস্ক মিডফিল্ডারের। লাউতারো মার্টিনেজের জোরাল শট রক্ষণে প্রতিহত হওয়ার পর সতীর্থের পাস পেয়ে ২৫ গজ দূর থেকে নিখুঁত শট নেন তুর্কি মিডফিল্ডার। বল পোস্ট ঘেঁষে জালে জড়ায়।

বিরতির পর বার্সার হয়ে গোল করেন পেদ্রি। তবে ভিএআরে আনসু ফাতির হ্যান্ডবলের বিতর্কে বাতিল হয় গোল।

এতে করে তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে দুইয়ে সিমোন ইনজাগির ইন্টার। আসরে টানা দ্বিতীয় হারের পর বার্সেলোনা তিন পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //