প্রথমার্ধে ১-০ তে এগিয়ে জার্মানি

বিশ্বকাপে বাঁচা-মরার মিশনে মুখোমুখি জার্মানি-কোস্টারিকা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে হাইভোল্টেজ এ ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেল জার্মানি।

আল বায়েত স্টেডিয়ামে প্রথম থেকেই চোখ রাঙাতে থাকেন জার্মানরা। এর ফলও পেয়ে যায় ম্যাচের ১০ম মিনিটে। রাউমের অ্যাসিস্টে হেডে গোলটি করেন বায়ার্ন মিউনিখ তারকা সার্জ গ্রানাব্রি। অবশ্য প্রথম ১৫ মিনিটে যে লক্ষণ দেখা গেছে, তাতে কমপক্ষে ৩-০ গোলে এগিয়ে যেতে পারত চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি ফ্রি হেডার ফসকে গেছে।

শুরুতে কয়েকটি সুযোগ হাতছাড়া করেন মুসিয়ালা ও মুলার। ম্যাচের ২ মিনিটে বক্সের বাইরে থেকে মুসিয়ালার জোরাল শট রুখে দেন নাভাস। চতুর্থ মিনিটে কর্নার লাইনের বাঁ দিক থেকে মুসিয়ালার শট ফের রুখে দেন কোস্টারিকার গোলরক্ষক। ৩ মিনিট পর আরও একটি সুযোগ নষ্ট করেন বায়ার্ন মিউনিখ তারকা। পরের মিনিটেই সুবর্ণ সুযোগ নষ্ট করেন থমাস মুলার।

ডানপ্রান্ত থেকে জোশুয়া কিমিচের দুর্দান্ত ক্রস। মুলার পুরো আনমার্কড ছিলেন। তার কাছে হেড করার যথেষ্ট সময় ছিল। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলেন তিনি। ২ মিনিট পরেই এগিয়ে যায় জার্মানরা। বাঁ দিক থেকে ডেভিড রাউমের ক্রস থেকে হেডে গোলটি করেন সার্জ গ্রানাব্রি। বিশ্বকাপে বার্য়ান মিউনিখের তারকার এটাই প্রথম গোল।

ম্যাচের ১৪তম মিনিটে বক্সের মধ্যে ফ্রি হেডারের সুযোগ পেয়েছিলেন গোরেটজকা। কিন্তু সফল হননি তিনি। প্রথমার্ধের বাকি সময় আরও কয়েকটি সুযোগ নষ্ট হয় জার্মানদের। শেষ পর্যন্ত ১-০ স্কোরলাইনে বিরতি যায় জার্মানি।




সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //