বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ৩-০ সেটে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ।
আজ রবিবার (২৫ ডিসেম্বর) বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেমিতে নেপালের বিপক্ষে টানা তিন সেটেই জয় পায় বাংলাদেশ।
প্রথম সেটে (২৫-১৫), দ্বিতীয় সেটে (২৫-২২) এবং তৃতীয় সেটে (২৫-১৩) পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুজন। আগামীকাল সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কিরগিজস্তানের বিপক্ষে ফাইনাল খেলবে।
বাংলাদেশ ভলিবল দলের ইরানি কোচ আলিপোর অরোজি বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল চ্যাম্পিয়ন হওয়া। সেভাবে আমরা ফাইনালে উঠেছি। ছেলেরা তাদের সেরা খেলাটা উপহার দিচ্ছে। আমাদের সামনে এখন শুধু কিরগিজস্তান বাধা।’
আজকের ম্যাচ সেরা সুজন অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আজকের ম্যাচটি আমাদের জন্য সহজ ছিল। নেপাল কোন ভাবেই আমাদের সাথে সুবিধা করতে পারেনি। সেরা খেলোয়াড় হতে পেরে ভালো লাগছে।’
এদিকে দিনের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিরগিজস্তান। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিরগিজস্তানের জোগাজিহান। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, সহ-সভাপতি তাবিউর রহমান পালোয়ান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ম্যাচ সেরাদের হাতে পুরস্কার তুলে দেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh