বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন

বিএসপিএ বর্ষ সেরা ক্রীড়াবিদ ২০২২-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ক্রিকেটার লিটন দাস, ফুটবলার সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তার। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২-এর সংক্ষিপ্ত তালিকায় লিটন দাস ও সাবিনা খাতুনের সঙ্গে আছেন স্প্রিন্টার ইমরানুর রহমান। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।

এবারের অনুষ্ঠানে ১৫টি বিভাগে সর্বমোট ১৯জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করতে যাচ্ছে দেশের প্রাচীনতম ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। থাকবে অর্থ পুরস্কারও। এর মধ্যেই শুরু হয়ে গেছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং। ২৬ মে ২০২৩ পর্যন্ত বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে (https://bspa.com.bd/) গিয়ে যে কেউ ভোট দিতে পারবেন পছন্দের ক্রীড়াবিদদের।

বৃহস্পতিবার (১৮ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ সভাপতি সনৎ বাবলা।

এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির কো-চেয়ারম্যান মাহবুব সরকার ও সদস্য সচিব সামীউর রহমান। 

মনোনয়ন তালিকা:
বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২২ (মনোনীত) : লিটন দাস (ক্রিকেট), সাবিনা খাতুন (ফুটবল), নাসরিন আক্তার (আর্চারি)
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২ (মনোনীত): লিটন দাস (ক্রিকেট), সাবিনা খাতুন (ফুটবল), ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স)
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস
বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি
বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল)
বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন
বর্ষসেরা আরচার ২০২২: নাসরিন আক্তার
বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম
বর্ষসেরা অ্যাথলেট : ইমরানুর রহমান
বর্ষসেরা কোচ : গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)
উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল  (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)
তৃণমূলের সংগঠক ২০২২: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)
সেরা দলগত সাফল্য : সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবল দল, ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল
বিশেষ সম্মাননা ২০২২: সুমিতা রানী (হার্ডলার)
সেরা সংস্থা : বাংলাদেশ কাবাডি ফেডারেশন

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //