টাইগারদের শুভকামনা জানাল আর্জেন্টিনা ফেডারেশন

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার খবর ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর সেখানকার মতো বাংলাদেশের রাস্তায়ও নেমেছিল মানুষের ঢল। 

আর্জেন্টিনার জার্সি গায়ে আর্জেন্টিনা সমর্থকেরা ‘মেসি, আর্জেন্টিনা’ স্লোগানে গলা ফাটিয়েছে। বাংলাদেশের সবকিছুই মুগ্ধতা ছড়িয়েছে আর্জেন্টাইনদের মাঝে।

বাংলাদেশি দর্শকপ্রিয়তায় মুগ্ধ হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা বাংলাদেশকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শুভকামনা জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এবার এএফএ শুভকামনা জানাল বাংলাদেশ ক্রিকেট দলকে।

ভারতের ধর্মশালায় আগামীকাল শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে বিশ্বকাপ পর্ব শুরু হবে বাংলাদেশ দলের। আজ শুক্রবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের দলকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়ে একটি পোস্ট করেছে এএফএ।

এএফএ তাদের ফেসবুক পোস্টে লিখেছে, আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা রইল। চ্যাম্পিয়ন সত্ত্বাই তাদের জয়ের দিকে নিয়ে যাবে।

এদিকে এএফএর এই পোস্ট দেখে উচ্ছ্বসিত হয়েছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। নিজের ফেসবুক পেইজে পোস্টটি শেয়ার দিয়েছেন তিনি।

তাসকিন লিখেছেন- আর্জেন্টিনা ফেডারেশনকে ধন্যবাদ। আমরা বাংলাদেশ এবং আমাদের অসংখ্য সমর্থকের জন্য জয় ছিনিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //