আবারও বড় ভুল প্যারিস অলিম্পিকে

আরও একটি বড় ভুলের ঘটনার জন্ম দিলো প্যারিস অলিম্পিক গেমস আয়োজক কমিটি। বাস্কেটবলের উদ্বোধনী ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে দক্ষিণ সুদানের ম্যাচে ভুল জাতীয় সংগীত বাজিয়ে কিছুক্ষণের মধ্যে তা বন্ধ করে দেয়া হয়।

ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সংগীত বাজানোর সময় দক্ষিণ সুদানের খেলোয়াড় ও সমর্থকদের জন্য মুহূর্তটি ছিল দারুণ অস্বস্তির। এ সময় ভুল জাতীয় সংগীত বাজানোয় কোর্টে উপস্থিত দক্ষিণ সুদানের সমর্থকরা দুয়োধ্বনি দিতে থাকে।

যদিও আয়োজকদের পক্ষ থেকে দ্রুতই ভুল শুধরে সঠিক জাতীয় সংগীত বাজানো হয়। এ সময় খেলোয়াড় ও সমর্থকরা একযোগে করতালি দিতে থাকেন। এবারই প্রথমবারের মত অলিম্পিকের বাস্কেটবলে দক্ষিণ সুদান অংশ নিতে এসেছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দক্ষিণ সুদানের খেলোয়াড় ও সমর্থকদের কাছে আমরা আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করছি। ভুল জাতীয় সংগীত সম্প্রচারিত হবার সঙ্গে সঙ্গে দ্রুত আমরা সেই সমস্যা কাটিয়ে উঠি এবং ম্যাচ শুরুর আগে সঠিক সংগীত বাজাই।’

এর আগে, শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টের সময় দক্ষিণ কোরিয়ার দলকে উত্তর কোরিয়া হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বড় ভুল করেছিল আয়োজক কমিটি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh