বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের শিশুকাল চলছে। পুরুষদের পেশাদার বক্সিংয়ে আলো ছড়াচ্ছেন রাঙ্গামাটির সন্তান সুরকৃষ্ণ চাকমা। আর নারী বক্সিংয়ে ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছেন জিন্নাত ফেরদৌস। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য বক্সিং রিং থেকে তুলে আনছেন স্মরণীয় সাফল্য।
সম্প্রতি পোল্যান্ডের গ্লিউইচে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক সিলেসিয়ান নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক জিতেছেন জিন্নাত। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সরাসরি খেলা জিন্নাত হাঙ্গেরির কাটা প্যাপকে হারিয়ে সেমিতে জায়গা করে নেন। তবে তার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ইউক্রেনের দারিয়া ওলহা হুটারিনার কাছে হেরে। সেমিফাইনালে ওঠায় ব্রোঞ্জপদক গলায় ঝুলিয়েছেন জিন্নাত।
এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৭টি দেশ থেকে বক্সাররা অংশ নেন পোল্যান্ডের টুর্নামেন্টে। জিন্নাত লড়াই করেন ৫২ কেজি ওজন শ্রেণিতে। ২০২৪ সালে এপ্রিলে জিন্নাত জিতেছিলেন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার স্বর্ণ। ২৭ দেশের এই টুর্নামেন্টে স্বর্ণ জয়ের পথে জিন্নাত ফাইনালে হারান ইথিওপিয়ার সেরা বক্সার গাজিয়া বেথেলহামকে।
জিন্নাতের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। বাবা বেলায়েত হোসেন আর মা শাহনাজ ফেরদৌস বাংলাদেশি। ২০১৭ সালে বক্সিংয়ে হাতেখড়ি তার। ২০১৯ সাল থেকে পেশাদার বক্সার হিসেবে ক্যারিয়ার শুরু। ২০২৩ সালে বাংলাদেশের হয়ে অংশ নেন এশিয়ান গেমসে। তবে হ্যাংঝুতে মঙ্গোলিয়ার ইউসুগেনের কাছে ৫-০ ব্যবধানে হেরে বিদায় নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত কোচের কাছে অনুশীলন করছেন জিন্নাত। তার স্বপ্ন ছিল, প্যারিস অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। কিন্তু বাংলাদেশ বক্সিং ফেডারেশন থেকে বাছাইপর্বে কোনো রেজিস্ট্রেশন করা হয়নি। বাংলাদেশ অলিম্পিক ফেডারেশন থেকেও বক্সিংকে ‘ওয়াইল্ড কার্ড’ বিবেচনায় রাখা হয়নি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন জিন্নাত।
পোল্যান্ডে সাফল্যের পর জিন্নাত জানান, ‘আমি জেনেছি, ইউরোপ থেকে বাংলাদেশের হয়ে প্রথম বক্সার হিসেবে পদক জিতলাম। আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’ জিন্নাতের কোচ কলিন মরগান বলেন, ‘তিনি (জিন্নাত) খুব শক্তিশালী। তাকে প্রথম দেখেই মনে হয়েছিল, মেয়েটি কীভাবে এত দক্ষতার সঙ্গে বক্সিং চালিয়ে যাচ্ছে! আমার তখনই মনে হয়েছিল, সে কিছু করতে পারবে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh