নারীদের সাফল্যে উজ্জ্বল ২০২৪ সাল

২০২৪ সালে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আলোকিত হয়েছে নারীদের সাফল্যে। ফুটবলে বাংলাদেশের নারীরা জিতেছে তিনটি শিরোপা। ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ঘটনাবহুল ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট তো বটেই, টাইব্রেকারের ভাগ্য পরীক্ষাও ছিল অমীমাংসিত। টস ভাগ্যে শিরোপা উল্লাসে মাতে ভারতের মেয়েরা। কিন্তু বিষয়টি বাইলজের পরিপন্থি হওয়ায় বাংলাদেশ প্রতিবাদ জানায়। শেষ পর্যন্ত সাফ কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে। মার্চে নেপালের মাটি থেকে বাংলাদেশ জয় করে আনে সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ট্রফি।  

অক্টোবরে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো জয় করে সাফ শিরোপা। দক্ষিণ এশিয়ার সিনিয়র পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশের শিরোপা ধরে রাখার অতীত রেকর্ড নেই। সাবিনা খাতুনের নেতৃত্বে এবং ব্রিটিশ কোচ পিটার বাটলারের তত্ত্বাবধানে দুর্দান্ত বাংলাদেশ ফাইনালে হারায় স্বাগতিক নেপালকে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মনিকা চাকমা। ২০২২ সালেও সাবিনার নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। টানা দুটি প্রতিযোগিতায়ই সেরা গোলরক্ষক রুপনা চাকমা।

পুরুষদের জাতীয় ফুটবল দল ২০২৪ সালে হতাশ করেছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা আটটি ম্যাচে ছয় হারের বিপরীতে পেয়েছে মাত্র দুটি জয়। দুটি জয়ই এসেছে প্রীতি ম্যাচে। একটি ভুটানে আরেকটি ঢাকায় মালদ্বীপের বিপক্ষে। তবে আগস্টে নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশের ছেলেরা। ৪ গোল করে গোল্ডেন বুট পাওয়ার সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন মিরাজুল ইসলাম।

সেপ্টেম্বরে হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডে অভাবিত সাফল্য পেয়েছেন রাণী হামিদ। ৮০ বছর বয়সী বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু ৮ ম্যাচের সাতটিতেই জিতেছেন। গড়েছেন টানা জয়ের ডাবল হ্যাটট্রিক, যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল সাফল্য হয়ে থাকবে।

নারীদের ক্রিকেটে আলো ছড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি। অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। চার ম্যাচে ছিল মাত্র একটি জয়। কিন্তু আইসিসি কর্তৃক ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নেন জ্যোতি। ব্যাট হাতে করেন ৪ ম্যাচে ১০৪ রান। উইকেটের পেছনে দাঁড়িয়ে ছয়টি স্টাম্পিংয়ের সঙ্গে নেন একটি ক্যাচ। ডিসেম্বরে বাংলাদেশের প্রথম শ্রেণির নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েন। করেন মধ্যাঞ্চলের হয়ে অপরাজিত ১৫৩ রান। এ ছাড়া দ্বিতীয় রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে ১৭১ রান করে গড়েছেন সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh