ঢাকার নামজাদা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ফুটসাল প্রতিযোগিতা। ‘ঢাকা ফুটসাল কাপ ২০২৫’ নামে প্রতিযোগিতার আয়োজন করেছিল মানারাত স্কুলের শিক্ষার্থীরা।
ফুটসাল প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ নেয় ১৮টি ইংলিশ মিডিয়াম স্কুলের ৩৩টি দল। মেয়েদের দল ছিল চারটি। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল বসুন্ধরা কিংস। মিডিয়া পার্টনার টি স্পোর্টস আর ক্রীড়ালোক।
রাজধানীর ‘অ্যাথলেট হাব’ এর টার্ফের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে শিরোপা জিতেছে সানবিম স্কুল। ফাইনালে তারা হারিয়েছে বিএএফ শাহিন ইংলিশ মিডিয়াম কলেজ (এসইএমসি) দলকে। মেয়েদের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সানবিমের লাবিকা। একই স্কুলের নোরা পেয়েছেন সেরা গোলদাতার পুরস্কার।
ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিভাগে হার্ডকো ইন্টারন্যাশনাল শিরোপা জিতেছে। রানার-আপ গ্লেনরিচ। অনূর্ধ্ব-১৭ বিভাগের চ্যাম্পিয়ন মাবারাত স্কুল। রানার-আপ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। অনূর্ধ্ব-১৫ বিভাগেও শিরোপা জিতেছে মানারাত ইন্টারন্যাশনাল। তারা ফাইনালে বিএসএফ শাহিন ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করে।
ফাইনাল শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ, ফর্টিস ক্লাবের সভাপতি শাহিন হাসান, সাবেক ফুটবলার পিটার রতন প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh