২০০০ সালে প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। সেবার ভারতকে হারিয়ে প্রথম শিরোপাও জিতেছিল তারা। দুই যুগ পর ফের শিরোপার লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। তাই ফাইনালের আগে সবার মনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে- এবার কি ২০০০ সালের পুনরাবৃত্তি ঘটবে নাকি তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে ভারত।
চ্যাম্পিয়নস ট্রফিতে মোট দুবার শিরোপা জিতেছে ভারত। রানারআপও হয়েছে দুবার। ২০০০ সালে প্রথমবার ফাইনাল খেলে শিরোপা জিততে না পারলেও পরেরবার ঠিকই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০০২ সালে কলম্বোতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল স্বাগতিক শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ম্যাচটি পুরোপুরিভাবে সম্পন্ন করা সম্ভব না হলে দুদলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
২০১৩ সালের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পায় ভারত। বৃষ্টির কারণে ম্যাচটি ২০ ওভারে অনুষ্ঠিত হয়। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১২৯ রান করে ভারত। জবাবে খেলতে নেমে ১২৪ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
আর গত আসরে চতুর্থবারের মতো ফাইনালে উঠেছিল ভারত। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারলে জেতা হয়নি তৃতীয় শিরোপা।
এদিকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে নিউজিল্যান্ড। তবে পরের আসরে ইতিহাস গড়ে কিউইরা। প্রথমবারের মতো আইসিসি কর্তৃক অনুষ্ঠিত কোনো টুর্নামেন্টের শিরোপার জেতার স্বাদ নেয় ব্ল্যাক ক্যাপসরা।
সেবারের ফাইনালে ভারতের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সৌরভ গাঙ্গুলির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান তুলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে অনেকটা হারের দিকেই এগোচ্ছিলো কিউইরা। কিন্তু ক্রিস কেয়ার্নসের ১০২ রানের অপ্রতিরোধ্য ও অতি মূল্যবান ইনিংসের সুবাধে জয় পেয়ে যায় নিউজিল্যান্ড।
এরপর ২০০৯ সালে আবারও ফাইনালে ওঠে কিউইরা। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হারলে দ্বিতীয় শিরোপা আর জেতা সম্ভব হয়নি।
এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছে ভারত। গ্রুপপর্বের প্রতিটি ম্যাচ জিতে উঠে যায় সেমিফাইনালে। আর সেরা চারের লড়াইয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিটও নিশ্চিত করে রোহিত শর্মা বাহিনী।
অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে আগে-ভাগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে হেরেছে ভারতের বিপক্ষে। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে কিউইদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। হাই-স্কোরিং ম্যাচে প্রোটিয়াদের পাত্তাই দেয়নি মিচেল স্যান্টনার নেতৃত্বাধীন নিউজিল্যান্ড।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট ভারত নিউজিল্যান্ড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh