ফুটবলে সিন্ডিকেটের প্রমাণ মিললেই ব্যবস্থা: ক্রীড়া উপদেষ্টা

প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইস্যুতে উত্তাল দেশের ফুটবলাঙ্গন। ১৮ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে অবিচার হয়েছে বলে মনে করছেন সমর্থকরা। সিন্ডিকেটের বলি হয়েছেন ফাহমিদুল— এমন অভিযোগ অনেকের। এবিষয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাফ কথা, ‘‘ফুটবলে সিন্ডিকেটের প্রমাণ মিললেই নেওয়া হবে ব্যবস্থা।’’

বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর নগর ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনা হামজা চৌধুরী। এসময় ফুটবলে সৃষ্ট চলমান সঙ্কট নিয়ে কথার বলার সময় ক্রীড়া উপদেষ্টা এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’’

ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ বিষয়ে দুর্নীতির প্রমান পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’’

হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া উল্লেখ করে মাননীয় উপদেষ্টা বলেন, ‘‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh