শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তামিমকে। আপাতত আশঙ্কামুক্ত তামিম ইকবাল। এনজিওগ্রাম শেষে এই বাঁহাতি ব্যাটারের হার্টে রিং পরানো হয়েছে। আইসিউ থেকে সিসিউতে শিফ্ট করা হয়েছে তাকে। হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, তামিমের হৃদযন্ত্রে দুটি ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে স্ত্রী আয়েশা সিদ্দিকা ও বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা তাকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন।
তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি পরিচালক ও তার চাচা আকরাম খান ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনও।
সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে গিয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে তীব্র ব্যথা অনুভব করায় মোহামেডান স্পোর্টিং ক্লাব অধিনায়ককে তড়িঘড়ি করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, হার্ট অ্যাটাক হয়েছে তার।
শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তামিমকে। তার অসুস্থতার খবর সাম্প্রতিক দেশকালকে নিশ্চিত করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু ও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
ডিপিএলে সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মুখোমুখি হয় মোহামেডান। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেন তামিম। তবে পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি।
খেলা শুরুর আগেই বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতালে (পূর্বের ফজিলাতুন্নেছা মুজিব স্পেশালাইজড হাসপাতাল) ভর্তি করা হয় তামিমকে। মাঝে তাকে ঢাকায় আনার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে যায়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ক্রিকেট তামিম ইকবাল বিসিবি ডিপিএল
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh