বাংলাদেশ সফরে আসছে ভারত, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

বাংলাদেশ-ভারত লড়াই মানে বাড়তি উন্মাদনা। দুই দলের ক্রিকেটীয় লড়াই এখন পৌঁছে গেছে অন্য এক উচ্চতায়। চলতি বছরই আরও একটি সিরিজ দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেপ্রেমীরা। আগস্টে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবেন কোহলিরা।

সেই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ ট্যুরে এসেছিল ভারত। সেবার টেস্টে হারলেও ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ‍সেই আত্নবিশ্বাস কাজে লাগিয়ে বাজিমাত করতে চায় ফিল সিমন্সের শিষ্যরা।

সূচি অনুযায়ী ১৩ আগস্ট দেশে আসার কথা ভারতের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ১৭ আগস্ট। পরবর্তীতে ২০ ও ২৩ আগস্ট যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। প্রথম দুটি ম্যাচ মিরপুর শেরে বাংলায় হলেও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (তৎকালীন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ।

দুই দিনের বিরতির পর ২৬ আগস্ট শুরু টি-টোয়েন্টি সিরিজ। ২৯ ও ৩১ আগস্ট হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচ চট্টগ্রামে হলেও শেষ দুটি হবে ঢাকায়। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজটি বেশ ঝাঁকঝমকপূর্ণ হবে বলে আশা করছে বিসিবি। ১৮ দিনের বাংলাদেশ সফর শেষে ১ সেপ্টেম্বর দেশ ছাড়বে সফরকারীরা।




সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh