লবণের অতিরিক্ত দাম চাইলে করণীয়

সারাদেশের পেঁয়াজের বাজারের অস্থিরতার মধ্যেই গুজব ছড়িয়ে পড়েছে লবণ নিয়ে। বিভিন্ন সামাজিক মাধ্যম ও লোক মুখে লবণের মূল্য বেড়ে যাওয়ার গুজবে লবণ কেনার হিড়িক পড়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকার পাড়া মহল্লার দোকানগুলোতে।

ইতোমধ্যে এসব জায়গায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার ও জরিমানা করা হয়েছে। 

এমন অবস্থায় লবণ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও পরিবেশনের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রধান কার্যালয়ের কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর ০২-৯৫৭৩৫০৫। যে কেউ এই নম্বরে কল করে তথ্য জানতে পারবেন।

পাশাপাশি লবনের অতিরিক্ত দাম চাইলে জাতীয় ভোক্তা অধিকার অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। কন্ট্রোল রুমের কেন্দ্রীয় ০১৭৭৭-৭৫৩৬৬৮ নম্বরে কল করে যেকোনো তথ্য জানাতে পারবেন ভোক্তারা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //