ভোজ্য তেলের দাম কমানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

আর্ন্তজাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় দেশেও দাম বেড়েছে। এমন প্রেক্ষাপটে তেলের দাম কমানোর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৭ জুন) রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বাণিজ্য মন্ত্রী।

এসময় তিনি বলেন, বর্তমানে শতকরা ৯৫ ভাগ ভোজ্য তেল আমদানী করা হয়। তাই ভোজ্য তেল ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে টিসিবি’র সক্ষমতা বাড়ানো হচ্ছে।

টিপু মুনশি আরও বলেন, করোনাকালে দেশে আমদানি-রফতানি খাতে ৪৮ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছিল। আমরা ৪৬ বিলিয়ন ডলার অর্জন করতে পেরেছি। যা লক্ষ্যমাত্রার শতকরা ৯৬ ভাগ। গত বছর থেকে গার্মেন্টস সেক্টরে শতকরা ১২ ভাগ উন্নয়ন হয়েছে।

তিস্তা নিয়ে প্রধানমন্ত্রীর দরদ আছে ও দৃষ্টিও আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, তিস্তার জন্য সাড়ে ৮ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই তিস্তা নদী শাসনের কাজ শুরু হবে। নদী শাসন হলে আমরা তিস্তার দুই ধারে শিল্প-কারখানা স্থাপন করবো এবং তিস্তার দুই তীরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //