১২৫ প্রতিষ্ঠান পাচ্ছে আড়াই লাখ টন চাল আমদানির সুযোগ

বেসরকারি পর্যায়ে ১২৫ প্রতিষ্ঠানকে দুই লাখ ৪৬ হাজার টন নন-বাসমতি সিদ্ধ আতপ চাল আমদানির জন্য অনুমতি দেওয়া হচ্ছে। এরমধ্যে নন-বাসমতি সিদ্ধ চাল দুই লাখ হাজার টন এবং ৪২ হাজার টন আতপ চাল।

আজ সোমবার ( জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠি থেকে এতথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, নিন্মোক্ত ব্যক্তি-প্রতিষ্ঠান বরাবরে ছকে উল্লেখিত পরিমাণ নন-বাসমতি সিদ্ধ আতপ চাল শর্ত সাপেক্ষে আমদানির অনুমতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শর্তগুলো হলো-

* আগামী ২৫ জুলাইয়ের মধ্যে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এলসি খুলতে হবে এবং সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে -মেইলে ([email protected]) অবহিত করতে হবে।

* বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ১৭ আগস্টের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে।

* আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে।

* বরাদ্দের অতিরিক্ত আইপি (ইম্পোর্ট পারমিট) ইস্যু-জারি করা যাবে না।

* আমদনিকৃত চাল সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না।

* আমদানিকৃত বস্তায় চাল বিক্রয় করতে হবে।

* নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে ব্যর্থ হলে এবরাদ্ধ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নাম দেখতে এখানে ক্লিক করুন।

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //