আজ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সয়াবিন তেলের দাম কমানো হয়েছে। পূর্বে নির্ধারিত দামের চেয়ে লিটারে কমানো হয়েছে ১৪ টাকা। আজ সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। 

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে ১৮৫ টাকা হয়েছে। গতকাল পর্যন্ত বাজারে এই তেলের দাম ছিল ১৯৯ টাকা। আর ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের নতুন দাম ৯১০ টাকা। প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হয়েছে ১৪৮ টাকা।

গতকাল রবিবার (১৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সাথে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে দেয়।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। ব্যবসায়ী ও মিল মালিকদের সাথে আলোচনায় করে আজ (সোমবার) থেকে নতুন দাম কার্যকর হবে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দরপতন অব্যাহত থাকলে আগামীতেও এর সুফল ভোক্তারা পাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //